REGULAR PACKAGE
REGULAR PACKAGE
প্যাকেজের মেয়াদকাল: ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে।
আবাসন ব্যবস্থা (মক্কা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৮০০ মিটার দূরত্বে।
আবাসন ব্যবস্থা (মদিনা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৫০০ মিটার দূরত্বে।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।
আহার: তিন বেলা বাংলাদেশি খাবার রুমে পরিবেশন করা হবে। যদি কোন হজ্জ যাত্রী প্যাকেজে খাবার নিতে না চান তাহলে ৩৫ হাজার টাকা জন প্রতি ফেরত পাবেন।
শর্তাবলী:
- ঘোষিত প্যাকেজে বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কর্তৃক যে কোন অতিরিক্ত চার্জ আরোপিত হলে হজ্জযাত্রীকে পরিশোধ করতে হবে।
- নিবন্ধন হওয়ার পর যদি কোন হজ্জ যাত্রী হজ্জে যেতে না পারেন/আগ্রহী না হন সে ক্ষেত্রে বিমান ভাড়া এবং খাবারের টাকা ছাড়া প্যাকেজের সমুদয় অর্থ সরকারের নীতিমালা অনুযায়ী অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে।
- মিনা থেকে মক্কায় হজ্জের তাওয়াফ ও সায়ী করার জন্য মোয়াল্লেমের কোন বাসের ব্যবস্থা না থাকায় হজ্জযাত্রীদের এজেন্সীর ব্যবস্থাপনায় নিজ খরচে আসা-যাওয়া করতে হবে।
- মিনা আরাফা মুজদালিফার ব্যবস্থাপনা সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রনাধীন। সমস্ত প্যাকেজের হজ্জযাত্রীগন মিনার তাবু সেবা “ডি” ক্যাটাগরী অনুসারে প্রাপ্ত হবেন।
- আরাফা থেকে মুজদালিফায় পায়ে হেটে যাওয়া উত্তম। সরকারকর্তৃক বরাদ্দকৃত বাস সময় সল্পতার কারনে অনেক সময় আসতে দেরি করে। বিধায় যারা বাসে যাবেন তাদেরকে ধৈয্য ধরে বসে থাকতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে হজ্জের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করলে ২৪ ঘন্টা পূর্বে পাসপোর্ট, রিকনফার্ম টিকেট এবং প্রয়োজনীয় কাগজ পত্র হাজী সাহেবদেরকে দেয়া হবে ইনশাআল্লাহ।
- হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ সরকার ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যাংক একাউন্টে অবশ্যই জমা করতে হবে।
- বর্তমানে অনলাইন সিস্টেমে হোটেল বুকিং বাধ্যবাধকতার কারনে মদিনার অবস্থান কাল অনলাইন সিস্টেম কর্তৃক গ্রহণ করার উপরে (৭ থেকে ১০দিন যাতায়াতসহ) মদিনায় অবস্থান বিবেচিত হবে।
- মক্কা থেকে মদিনা শরীফ, জেদ্দায় যাতায়াত পথে ও জেদ্দা বিমান বন্দর এবং ঢাকার হজ্জ ক্যাম্পে অবস্থানকালে হজ্জযাত্রীগণ নিজ খরচে ও নিজ দায়িত্বে খাবার খাবেন।
- আজিজিয়ায় থাকাকালীন সময়ে হজ্জ যাত্রী গন হারাম শরীফে যাতায়াত করতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে নিজ খরচে যাতায়াত করবেন। হজ্জের পরে আজিজিয়ায় অবস্থান ৩ দিনের বেশি হলে সেক্ষেত্রে এজেন্সির খরচে হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
- হজ্জ চলাকালীন সময়ে আজিজিয়ার হোটেলে ৮, ৯, ১০, ১১ ও ১২ই জিলহজ্জ মোট ৫ (পাঁচ) দিন খাবার বন্ধ থাকবে। উক্ত সময়ে মিনার তাবুতে খাবার চালু থাকবে।
- হজ্জ যাত্রীদের উন্নতমানের বাংলাদেশী খাবার পরিবেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এর পরেও কোন হজ্জ যাত্রী না খেতে পারলে প্যাকেজ মোতাবেক টাকা ফেরত নিবেন।
- প্যাকেজের মেয়াদ-কাল-২০/২২ দিন করতে চাইলে প্যাকেজ মূল্যের অতিরিক্ত আনুমানিক ৬০ (ঘাট হাজার) টাকা প্রদান করতে হবে।
সুবিধাসমুহ:
মিনা: মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।
কুরবানী: প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।
জিয়ারত: মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।
গাইড: সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।
৫,৯০,০০০/- (পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা)
প্যাকেজের মেয়াদকাল: ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে।
আবাসন ব্যবস্থা (মক্কা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৮০০ মিটার দূরত্বে।
আবাসন ব্যবস্থা (মদিনা): হোটেল/এপ্যার্টমেন্ট হারাম শরীফ এর বাহিরের চত্ত্বর হতে ১৫০০ মিটার দূরত্বে।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন।
আহার: তিন বেলা বাংলাদেশি খাবার রুমে পরিবেশন করা হবে। যদি কোন হজ্জ যাত্রী প্যাকেজে খাবার নিতে না চান তাহলে ৩৫ হাজার টাকা জন প্রতি ফেরত পাবেন।
শর্তাবলী:
- ঘোষিত প্যাকেজে বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কর্তৃক যে কোন অতিরিক্ত চার্জ আরোপিত হলে হজ্জযাত্রীকে পরিশোধ করতে হবে।
- নিবন্ধন হওয়ার পর যদি কোন হজ্জ যাত্রী হজ্জে যেতে না পারেন/আগ্রহী না হন সে ক্ষেত্রে বিমান ভাড়া এবং খাবারের টাকা ছাড়া প্যাকেজের সমুদয় অর্থ সরকারের নীতিমালা অনুযায়ী অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে।
- মিনা থেকে মক্কায় হজ্জের তাওয়াফ ও সায়ী করার জন্য মোয়াল্লেমের কোন বাসের ব্যবস্থা না থাকায় হজ্জযাত্রীদের এজেন্সীর ব্যবস্থাপনায় নিজ খরচে আসা-যাওয়া করতে হবে।
- মিনা আরাফা মুজদালিফার ব্যবস্থাপনা সৌদি সরকার কর্তৃক নিয়ন্ত্রনাধীন। সমস্ত প্যাকেজের হজ্জযাত্রীগন মিনার তাবু সেবা “ডি” ক্যাটাগরী অনুসারে প্রাপ্ত হবেন।
- আরাফা থেকে মুজদালিফায় পায়ে হেটে যাওয়া উত্তম। সরকারকর্তৃক বরাদ্দকৃত বাস সময় সল্পতার কারনে অনেক সময় আসতে দেরি করে। বিধায় যারা বাসে যাবেন তাদেরকে ধৈয্য ধরে বসে থাকতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে হজ্জের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করলে ২৪ ঘন্টা পূর্বে পাসপোর্ট, রিকনফার্ম টিকেট এবং প্রয়োজনীয় কাগজ পত্র হাজী সাহেবদেরকে দেয়া হবে ইনশাআল্লাহ।
- হজযাত্রীদের প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ সরকার ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ব্যাংক একাউন্টে অবশ্যই জমা করতে হবে।
- বর্তমানে অনলাইন সিস্টেমে হোটেল বুকিং বাধ্যবাধকতার কারনে মদিনার অবস্থান কাল অনলাইন সিস্টেম কর্তৃক গ্রহণ করার উপরে (৭ থেকে ১০দিন যাতায়াতসহ) মদিনায় অবস্থান বিবেচিত হবে।
- মক্কা থেকে মদিনা শরীফ, জেদ্দায় যাতায়াত পথে ও জেদ্দা বিমান বন্দর এবং ঢাকার হজ্জ ক্যাম্পে অবস্থানকালে হজ্জযাত্রীগণ নিজ খরচে ও নিজ দায়িত্বে খাবার খাবেন।
- আজিজিয়ায় থাকাকালীন সময়ে হজ্জ যাত্রী গন হারাম শরীফে যাতায়াত করতে ইচ্ছুক হলে সেক্ষেত্রে নিজ খরচে যাতায়াত করবেন। হজ্জের পরে আজিজিয়ায় অবস্থান ৩ দিনের বেশি হলে সেক্ষেত্রে এজেন্সির খরচে হারাম শরীফে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
- হজ্জ চলাকালীন সময়ে আজিজিয়ার হোটেলে ৮, ৯, ১০, ১১ ও ১২ই জিলহজ্জ মোট ৫ (পাঁচ) দিন খাবার বন্ধ থাকবে। উক্ত সময়ে মিনার তাবুতে খাবার চালু থাকবে।
- হজ্জ যাত্রীদের উন্নতমানের বাংলাদেশী খাবার পরিবেশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এর পরেও কোন হজ্জ যাত্রী না খেতে পারলে প্যাকেজ মোতাবেক টাকা ফেরত নিবেন।
- প্যাকেজের মেয়াদ-কাল-২০/২২ দিন করতে চাইলে প্যাকেজ মূল্যের অতিরিক্ত আনুমানিক ৬০ (ঘাট হাজার) টাকা প্রদান করতে হবে।
সুবিধাসমুহ:
মিনা: মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।
কুরবানী: প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।
জিয়ারত: মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।
গাইড: সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।
- Muallim fee & Others Service Charges.
- Hajj Visa Services
- Meet & Assist at Dhaka & Jedda / Madina Airport.
- Direct Hajj flight with Saudia Airlines or Bangladesh Biman Economy Class.
- 3rd Carrier return ticket : Not Included.
- Hotel stay in Makkah and Madina as per package period.
- Food : 3 Times buffet at Aziziyah Apartment & Madinah 5 Star Hotel. In Makkah- 3 times food from Food court.
- Three times food in Mina arrange by the Muallim office
- Room Service as per Hotels rules.
- Internal Transportation by bus in groups provided my Muallim / Hajj Ministry.
- Ziyarat (Historical Sightseeing) : Makkah and Madinah.
- Hajj Training Materials will provide by the hajj agent.
- Qurbani is not included.
- Airlines – As per Hajj schedule.
- Return Ticket- Not Included. Will confirm after discussion with the pilgrim.
- No refund in case of unused services or lesser duration of stay.
- Hajj Tour operator is not responsible for the Extra luggage payment & lost luggage.
- All packages are subject to availability and subject to Airlines Schedules.
- Islamic Moon sightings, which may alter Islamic dates.
- Hotel Rooms have no specific views.
- Personal travel is not included this package.
- Please be aware that hotel check in times are after 6 pm and Check out before 12 pm, unless otherwise stated.
- Changes can occur without prior notice, but should they; we shall endeavour to give you as much notice as possible.
- An Agreement paper between Pilgrim and Hajj agent has to be signed duly.
- At present, if anyone wants to go for Hajj, he has to be pre-registered.
- You need your National Identity Card number and your mobile number to be pre-registered.
- To be pre-registered, need to deposit BDT 30,752/-. Pre-registration will confirm when the amount will deposit at the respective banks.
- If your serial is in accordance with the list announced by the government in the year you want to go for Hajj, you will be eligible to go for Hajj in that year.
- All the money of the package has to be deposited in the Hajj Agency within the period prescribed by the government.
- No refund after online registration.
- No Refund Airlines Ticket amount after Issue the Ticket.